বিনোদন ডেস্ক :
দীর্ঘ বিরতির পর ২০১২ সালে ‘ইংলিশ-ভিংলিশ’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছিলেন শ্রীদেবী। ওই সিনেমায় অভিনয় করে দারুণ হৈ চৈ ফেলে দেন এক সময়ের বলিউড কুইন। কিন্তু তারপর কেটে গেছে ৩টি বছর। শ্রীদেবীকে আর দেখা যায়নি বড়পর্দায়।
এবার সে প্রতীক্ষার অবসান হতে চলল। চিম্বু দেবনের ‘পুলি’ সিনেমার মাধ্যমে সিনেমায় ফিরছেন শ্রীদেবী। সম্প্রতি প্রকাশ হল সিনেমাটির টিজার।
‘পুলি’তে শ্রীদেবীর সঙ্গে আরও অভিনয় করছেন বিজয়, হান্সিকা ও শ্রতি হাসান। তামিল অভিনেতা ও গায়ক বিজয় রবিবার টিজারটির লিংক টুইটারে প্রকাশ করেন। এর ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই ইউটিউবে টিজারটি ১১ লাখের বেশিবার দেখা হয়েছে।
৫৫ সেকেন্ডের এ টিজারে ফুটে উঠেছে ক্ষমতা নিয়ে যুদ্ধ। যেখানে শ্রীদেবীকে রাণী ও সুদীপ নামের যোদ্ধার চরিত্রে দেখা যায় বিজয়কে। শ্রীদেবীর মেয়ে চরিত্রে দেখা যাবে শ্রুতি হাসানকে। অন্য একটি চরিত্রে আছেন হান্সিকা। তাদের চমকপ্রদভাবে টিজারে উপস্থাপন করা হয়েছে।
‘পুলি’ নির্মিত হয়েছে রাসেল ক্রো অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘দ্য গ্লাডিয়েটর’ অবলম্বনে।
এ সিনেমার মাধ্যমে ২ দশক পর তামিল সিনেমায় মুখ দেখালেন শ্রীদেবী।
আপডেট: বাংলাদেশ সময় ১১:৫৭ অপরাহ্ন, ২২ জুন ২০১৫, সোমবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur