চাঁদপুর শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মসজিদ সমূহের ইমাম ও মোয়াজ্জেনদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২৮ মে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এলএলবি, ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, মোঃ জুবায়েদ কবির বাহাদুর, মোঃ ওমর ফারুক দর্জি,মোঃ মনির হোসেনসহ চেয়ারম্যানবৃন্দ, ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মসজিদের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২৮ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur