কুমিল্লা মহানগরীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাহাবুব এলাহী নামে প্রথম করোনা রোগী মৃত্যু বরণ করা ব্যক্তির জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে ১৫ নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়ায় করোনা রোগীর মৃত দেহ গোসল ও জানাযা শেষে দাফন সম্পন্ন করেছেন মানবিক সংগঠন “বিবেক” এর সদস্যরা।
করোনায় আক্রান্ত হয়ে গতকাল রোববার রাতে সোনালী ব্যাংক কর্মকর্তা মাহবুব ইলাহীর মৃত্যু হলে মৃত্যুর খবর জানতে পেয়ে সকালে দাফনের কাজে এগিয়ে আসে মানবিক সংগঠন “বিবেক”।
স্থানীয় সূত্র জানায়,মাহবুব ইলাহী ৫/৬ দিন আগে ঢাকা থেকে জ্বর সর্দি নিয়ে কুমিল্লায় আসেন। শনিবার করোনা টেস্ট করিয়েছেন। মৃত্যুর পর রোববার রাতে তার ফলাফল পজেটিভ আসে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১৮ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur