করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনগনকে সচেতন করার লক্ষেে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে
৯ মে শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ওনির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত শারমিনের নেতৃত্বে সেনাবাহিনীকে সাথে নিয়ে নায়েরগাঁও বাজারে মোবাইল কোর্ট চালানো হয়।
সরকারী আইন অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ওই বাজারের মাসকাট প্লাজার কাপড়ের দোকান ও কসমেটিক দোকানসহ ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া সরকারের বিধি নিষেধ মেনে না চলায় এক৷ নারী ক্রেতাকে ২ শ’ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. খোরশেদ আলম।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৯ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur