চাঁদপুরে হোম কোয়ারেন্টিন ও সরকারি নির্দেশনা না মেনে মার্কেটের দোকান খোলায় ১৭ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে শহরের বাবুরহাট মার্কেটে ৯জন ও শহরের পূরবে মার্কেটের ৮ ব্যবসায়ীকে নিয়ম না মানায় অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সেনাবাহিনীকে সাথে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় টহলরত থেকে হ্যান্ড মাইকের সাহায্যে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টিন মেনে চলতে বলা হয়। এ সময় হোম কোয়ারেন্টিন ও নির্দেশনা না মানায় ১৭ জনকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা দেওয়া হয়।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৮ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur