Home / সারাদেশ / ঈদে বন্ধ থাকছে কুমিল্লা সিটির সকল মার্কেট-শপিংমল
ঈদে বন্ধ থাকছে

ঈদে বন্ধ থাকছে কুমিল্লা সিটির সকল মার্কেট-শপিংমল

ঈদকে সামনে রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট বা শপিংমলগুলো সর্ত সাপেক্ষে খোলা রাখতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা না থাকলেও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সকল মার্কেট ও শপিংমল বন্ধই থাকছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব বিস্তার ঠেকাতে এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি চিন্তা করে ঈদকে সামনে রেখেও এমন সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা দোকান মালিক সমিতি।

বৃহস্পতিবার ৭ মে বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।

তিনি জানান, সম্প্রতি কুমিল্লা নগরীতে কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তের সংখ্যাও দিনদিন বাড়ছে। তাই সকলের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ঈদুল ফিতর পর্যন্ত সকল শো রুম, ব্রান্ডশপ, শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচাবাজার ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে বলেও জানান তিনি।

এদিকে কুমিল্লা দোকান মালিক সমিতির এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন নগরীর সচেতন নাগরিকরা।

দোকান মালিক সমিতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবং গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান বলেন, আসলে আমাদের নিজেদের স্বার্থেই আরও কিছুটা দিন লগডাউন মেনে চলা উচিৎ।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ৮ মে ২০২০