বাংলাদেশসহ বিশ্বের উন্নয়নশীল ১৩টি দেশে মানসিক চাপ ও যন্ত্রণায় ভুগছে ৯১ শতাংশ শিশু ও তরুণ। এর কারণ হলো- করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জন্য চলা লকডাউন ও সামাজিক দূরত্বের বিধি-নিষেধ।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বৈশ্বিক এই মহামারিতে শিশু ও তরুণদের ওপর কেমন প্রভাব পড়েছে, তা জানতে গত দুই মাসে ‘চিলড্রেন ভয়েসেস ইন দ্য টাইম অব কোভিড-১৯’ শীর্ষক এই জরিপ চালানো হয়।
জরিপে বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, আলবেনিয়া, ব্রাজিল, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, মালি, মঙ্গোলিয়া, নিকারাগুয়া, পেরু, ফিলিপাইন, রোমানিয়া, সিয়েরা লিওন এবং তুরস্ক-সিরিয়া সীমান্তে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া সিরীয় শিশুদের তথ্য নেয়া হয়।
ওসব দেশে ৮ থেকে ১৮ বছর বয়সী ১০১ জনের ওপর চালানো এই জরিপে বলা হয়, ৯১ ভাগ শিশু বলেছে করোনার অনিশ্চয়তা ও বিচ্ছিন্ন অবস্থা দীর্ঘায়িত হওয়ার কারণে তারা উদ্বেগ, রাগ, শঙ্কাসহ নানা মানসিক চাপে রয়েছে।
আর ৭১ শতাংশ শিশু ও তরুণ বলেছে, স্কুল বন্ধের কারণে তারা বিচ্ছিন্ন ও নিঃসঙ্গতা অনুভব করছে।
জরিপে অংশগ্রহণকারীরা বলেন, মহামারির মধ্যে জীবনে ছন্দপতনের তিনটি কারণ। তা হলো—শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া, সামাজিক দূরত্বের কারণে মানসিক যন্ত্রণা এবং পরিবারে দারিদ্র্য বেড়ে যাওয়া।