জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দরিদ্র ও দুঃস্থদের পুষ্টির জন্য ত্রান তিরণ করা হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়মে শারিরিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত ত্রান বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স দরিদ্র ও দুঃস্থদের পুষ্টির জন্য যে ত্রাণ সহায়তা প্রদান করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই।
এসময় চাল, ডাল, লবণ, তৈল, আলু পেঁয়াজ ও গুড়ো দুধের সম্বলীত ৮০টি প্যাকেট ৮০জন দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. বেলায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, আরএমও ডা. মো. মামুন রায়হান, এমও ডা. রাশেদ মোহাম্মদ, ডা. তাহসিন নিবরাস চৌধুরি।
প্রতিবেদক : বিএম ইসমাইল, ২৮ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur