চাঁদপুর টাইমস, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ফতুল্লার হাজীগঞ্জ এলাকার মুক্তিযোদ্ধা সড়কের মৃত আফজালুর নেছার মালিকানাধীন পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার এএসআই আমির জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। যে বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় ওই বাড়িটি পরিত্যক্ত এবং বাড়ির ভেতরে জমে থাকা হাঁটু সমান পানি রয়েছে। নিহত যুবকের পড়নে লাল রঙের টি-শার্ট এবং চেক লুঙ্গি রয়েছে। লাশের বাম পাশের কপাল এবং নাকে জখমের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি বস্তা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহত যুবক একজন টোকাই। পুলিশের ধারণা অজ্ঞাত ওই যুবক কিছু কুঁড়াতে ওই বাড়িতে প্রবেশ করে। পরে পা পিছলে পড়ে গিয়ে মাথা ও নাকে আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে পানিতে তলিয়ে মারা যায়।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur