Home / বিশেষ সংবাদ / রাস্তায় কুমির : আতঙ্কে পথচারীরা
রাস্তায় কুমির : আতঙ্কে পথচারীরা

রাস্তায় কুমির : আতঙ্কে পথচারীরা

‎Saturday, ‎June ‎20, ‎2015  12:27:47 AM

চাঁদপুর টাইমস ডেস্ক:

যদি এমন হয়, আপনি রাস্তা ধরে হাঁটছেন। হঠাৎ আপনার চোখে পড়ল, যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন সেখানে কুমির ঘুমাচ্ছে। তা হলে ব্যাপারটা কেমন হয়। অবশ্যই ভয়ঙ্কর ব্যাপার।
ভারতের ব্যাঙ্গালুরু শহরের সুলতানপালইয়া এলাকার এক রাস্তায় এমনটিই ঘটেছে। তবে ভয়ের কারণ নেই। ওই কুমিরটি ছিল নকল।
ভারতের নাঞ্জুনদাসামীর নামে এক শিল্পী ঘটিয়েছেন অদ্ভুত এক কাণ্ড। ব্যাঙ্গালুরু শহরের ওই রাস্তা খানাখন্দ আর গর্তে পানি জমায় তিনি প্রতিবাদের ভাষা খুঁজছিলেন। হঠাৎই তার মাথায় একটি উপায় আসলো। আর সেটা হল, তিনি একটি নকল কুমির তৈরি করলেন। পরে ওই কুমিরকে রাস্তায় রেখে আসলেন তিনি। আর তা দেখেই পথচারীরা ভয় পেয়ে গেলো। তারা আসল কুমির ভাবা শুরু করল। অবশ্য পরে তাদের ভুল ভাঙ্গে।
এদিকে ওই শিল্পী জানান, এর উদ্দেশ্য ছিল বেহাল রাস্তাটি কর্তৃপক্ষের নজরে আনা, যাতে তারা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়।

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না