Home / উপজেলা সংবাদ / কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গাজী শফিকের দাফন
কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গাজী শফিকের দাফন

কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গাজী শফিকের দাফন

চাঁদপুর টাইমস, কচুয়া :

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রাগদৈল গ্রামের অধিবাসী ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মো. শফিকুর রহমান (৬২) দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার বিকেলে ইন্তেকাল করেন (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার সকালে রাগদৈল ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমদ সুমন, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, রাগদৈল ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুস্তম আলী সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু হানিফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন ফরাজীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের জানাজায় অংশ নেয়।

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/ডিএইচ/এমআরআর/২০১৫।

আপডেট :  বাংলাদেশ সময়  ০৮:১৭   অপরাহ্ন,  ১৮ জুন ২০১৫,  বৃহস্পতিবার

 

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না