সরকারিভাবে চাঁদপুর জেলায় এই পর্যন্ত ১২৮৫টি পিপিই, হ্যান্ড গ্লাভস দুই সাইজের ২৬০০, মাস্ক ১৩০০, হেক্সিসল ৪০০, আই প্রটেক্টর গ্লাস ১৩০০টি বরাদ্দ এসেছে।
যা জেলা সদর হসপিটাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভাগ করে পৌঁছে দেয়া হয়েছে। জেলায় এই মুহূর্তে করোনা ভাইরাস মোকাবিলায় কোন জিনিসপত্রের সংকট নেই সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা.সাখাওয়াত উল্ল্যাহ জানান, ‘চাঁদপুর জেলায় আস্তে আস্তে হোম কোয়ারান্টাইনের সংখ্যা কমে এসেছে। আর যাদের হোম কোয়ারান্টাইন শেষ হলো তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে তাদের মধ্যে নতুন করে কোন উপসর্গ দেখা দেয় কিনা তা জানার জন্য, তাদের কেউ যদি সাধারণ কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তা হলে আমাদের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা তাদের ইউনিয়ন সাব-সেন্টারের ডাক্তারদের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।’
প্রতিবেদক:শরীফুল ইসলাম,২ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur