মরণব্যধি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষকে ঘরে থাকায় উদ্বুদ্ধ কারণে চাঁদপুর জেলা পুলিশের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি হতদরিদ্র পরিবারের তালিকা করে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে জেলা পুলিশ।
১ এপ্রিল বুধবার সকালে তৃতীয় দিনের মতো শহরের পুরাণবাজার হরিজন কলোনী এবং পুরাণবাজার ডিগ্রী কলেজের সামনে সমাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তির একটাই উপায় অল্পকিছু দিন সমাজিক দূরত্ব বযায় রাখা। চাঁদপুরের মান্যবর পুলিশ সুপার স্যারের নেতৃত্বে নেতৃত্বেও জেলা পুলিশ আপনাদের খাদ্য সহায়তা দিচ্ছে।
এখন আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই দুর্যোগকালিন সময়টা ঘরে থাকুন। আপনারা নিজেরা ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন।
এমসয় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানা ওসি মো. নাসিম উদ্দিন, ওসি তদন্ত হারুনুর রশীদ, পুরাণবাজার ফাঁড়ির ইনচার্য মো. মাসুদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur