চাঁদপুরের শাহরাস্তিতে একই পরিবারের ৩ জন অসুস্থ্ হওয়ায় খবরে করোনা ভাইরাস সন্দেহে এলাকায় গুজব ছড়িয়েছে। উপজেলার কাজির নগর ও পদুয়া গ্রামের সীমান্তে নতুন হাজী বাড়িতে অসুস্থতার ঘটনায় এই গুজব ছড়ায়।
পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির শাহ্ আলমের ছেলে রেদোয়ান হোসেন সাজ্জাদ গত ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে বাড়ি আসে। আসার পরেই সে অসুস্থ্ হয়। এরপরই তার ছোট বোন ফারজানা আক্তার (৩) ও মা বিলকিছ বেগম (৩৪) অসুস্থ্য হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে অনেকেই করোনা বলে গুজব ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয় অবগত হন এবং এমপির নির্দেশে তাৎক্ষণিক শাস্তিরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আলাম এলএলবি কে নির্দেশ দিলে অফিসার ইনচার্জ ৩ জনকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রতীক সেন জানান তাদের তিন জনের সৃজনালী জ্বর, টি করোনা ভাইরাস নয় বলে জানান, তাদের ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আমাদের সবাইকে গুজবে কান না দিয়ে, সতর্ক থাকতে হবে।
অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসার অনুরোধ জানান তিনি।
প্রতিবেদক : জামাল হোসেন, ৩১ মার্চ ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur