করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন।
৩০ মার্চ (সোমবার) সকালে নিজ অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায়দের খুঁজে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল স্যানিটাইজার, মাকর্স বিতরন করেছেন।
এ সময় তিনি বলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী স্ব- স্ব অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ সময় তিনি সরকারের নির্দেশনা মেনে বাহিরে না গিয়ে ঘরে অবস্থান করা এবং সকল বিপদে আল্লাহর সাহায্য কামনা করার জন্য অনুরোধ করেন। আগামী দিনে ও এই সেবা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
প্রতিবেদক : শিমুল হাছান, ৩০ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur