করোনা ভাইরাস প্রকোপে সারাদেশে সতর্কতা জারি করেছে সরকার। তাই অসহায়দের কথা চিন্তা করে জেলা প্রশাসকের নির্দেশে বিভিন্ন স্থানে গিয়ে চাল বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
২৮ মার্চ শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অসহায়দের হাতে ১০ কেজি করে চাল পৌছে দেন তিনি । ১৪ জন অসহায়কে চাল ১’শ ৪০ কেজি চালের পাশাপাশি ১৫টি ইউনিয়ন ও পৌর সভায় ৫’শ কেজি করে চাল পাঠিয়েছেন এবং স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা উক্ত চাল অসহায়দের মাঝে বিনা মূল্যে ঘরে ঘরে গিয়ে চাল পৌছে দেওয়ার নির্দেশ প্রদান করেন।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন,প্রকল্প বাস্থবায়ন অফিসার মিল্টন দোস্তিদার, বিআরডিবি’র মো. কাউছার মিয়া।
শিমুল হাছান,২৮ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur