করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অভিনয়শিল্পীরা আগামী ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত কর্মবিরতিতে যাচ্ছেন বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্যপরিচালক মামুনুর রশীদ।
বিষয়টি আজ বৃহস্পতিবার ১৯ মার্চ সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ, অভিনয়শিল্পী সংঘের নেতারা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে এ বিষয়টি জানিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মামুনুর রশীদ।
তিনি বলেন, ‘ইলেক্ট্রনিক মিডিয়ায় কয়েক হাজার কর্মী কাজ করছেন। কিন্তু বর্তমানে করোনাভাইরাসের জন্য চারদিকে যে সমস্যা তৈরি হয়েছে, সে কারণে আমরা কর্মবিরতিতে যাওয়ার কথা ভাবছি। এ বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছিলাম। কারণ আমাদের অনেক কিছুই বিবেচনায় আনতে হয়। আমরা যদি এখন কাজ বন্ধ করে দেই তাহলে টেলিভিশনের স্বাভাবিক অনুষ্ঠানমালা বিঘ্নিত হবে।’
মামুনুর রশীদ বলেন, ‘আমাদের মিডিয়ায় প্রচুরসংখ্যক কর্মী রয়েছেন, যারা দিন আনে দিন খায়, তাদের কথাও বিবেচনায় আনতে হবে। তবে আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে আগামী ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত কর্মবিরতিতে যাবো। ১৩টি সংগঠন আমাদের সঙ্গে রয়েছে। এসব সংগঠনের সাথে বসে আজকে সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
তিনি বলেন, ‘বাকি সংগঠনগুলো যদি অনুমোদন করে তাহলে আমরা ২২ তারিখ থেকে ৩১ মার্চ পর্যন্ত কর্মবিরতিতে যাবো। তারপর কী হবে সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। আজ সন্ধ্যার পরই আমরা এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানাবো।’
ঢাকা ব্যুরো চীফ,১৯ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur