Home / চাঁদপুর / বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চাঁদপুরে বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ
চাঁদপুরে বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চাঁদপুরে বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট বাংঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চাঁদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

১৭ মার্চ মঙ্গলবার সকালে জাতির এই শ্রেষ্ট সন্তানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান, বিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং সংক্ষিপ্ত পরিষরে দোয়া ও আলোচনা অনু্ষ্ঠিত হয়।

শহরের পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক গোলাম সারওয়ার ফেরদৌস, সহকারী শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ, দুলাল চন্দ্র রায়, দিলীপ দেবনাথ, নাজনীন নবী, শাহীন সুলতানা, সিক্তা সাহা, তাপসী চক্রবর্তী, গীতা মজুমদার, মোহাম্মদ হোসাইন, আতিয়া আঞ্জুমান রাফা, অমলকৃষ্ণ নন্দী, বিশ্বজিৎ চন্দ, ওয়াহিদুল ইসলাম লাবু, মোঃ মাইনুউদ্দিন, মোঃ মামুনসহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অবিভাবকবৃন্দ।

সকাল সাড়ে ১০টায় পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ করেন প্রধান শিক্ষক মজিবর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, সহকারী শিক্ষক কানিজ বতুল চৌধুরী, মাওঃ ওয়াহিদুল ইসলাম, মুনছুর আহমেদ, উম্মে সালমা, কল্পনা চক্রবর্তী, হিরেন্দ্র দেবনাথ, বৈশাখী সাহা, সুখরঞ্জন দাস, জাকির হোসেন, কার্তিক সরকার, সুমি বেগম, আয়শা আক্তার, পূর্ণিমা, পঙ্কজ সহাসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।

আশিক বিন রহিম,১৭ মার্চ ২০২০