Home / চাঁদপুর / ভোট কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের : আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
ভোট কেন্দ্রে

ভোট কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের : আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

চাঁদপুর পৌর নির্বাচন প্রসঙ্গে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.দুলাল তালুকদার বলেন, আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন। পৌর নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের। ভোট কেন্দ্রে ভোটার না আসলে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এটা সম্পূর্ণ প্রার্থীদের একার দায়িত্ব। তাই ভোট কেন্দ্রে ভোটারদের আনতে হবে। সেই দায়িত্ব প্রার্থীদেরকেই নিতে হবে। আমরা চাই ইভিএমের মাধ্যমে চাঁদপুর পৌর নির্বাচন সুন্দর ভাবে শেষ হবে।

১১ মার্চ বুধবার বিকেলে পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের কার্যক্রম এবং আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত আলোচনা সভা তিনি এসব কথা বলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ এ এইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

শরীফুল ইসলাম,১১ মার্চ ২০২০