একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে গ্যালারি মাতাচ্ছিলেন লিটন দাস। থেমে ছিলেন না তামিম ইকবালও। চার-ছক্কায় দর্শককে আনন্দ দিচ্ছিলেন তিনিও। এর মধ্যেই হয়ে গেল দারুণ এক মাইলফলক। বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি গড়লেন তামিম-লিটন।
আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তামিম-লিটন মিলে ভাঙলেন ২১ বছরের পুরোনো রেকর্ড। শেষ ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেন মিলে গড়েন বাংলাদেশের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। সেই ম্যাচে ১৭০ রানের রেকর্ড জুটি গড়েছিলেন দুজন।
দীর্ঘদিন পর সেই রেকর্ড ভেঙে দিলেন তামিম-লিটন। ওপেনিংয়ে নেমে ১৮২ রানের অপরাজিত জুটি গড়লেন দুজন। বর্তমানে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। অবশ্য সিলেটে এখনো অপরাজিত আছেন দুজন। বৃষ্টির কারণে খেলাটি আপাতত বন্ধ আছে।
এ নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের দেড়শ ছোঁয়া উদ্বোধনী জুটি হলো পাঁচটি, যার মধ্যে তিনটিতেই আছেন তামিম। আগের দ্বিতীয় সর্বোচ্চ জুটি ছিল ১৫৮ রানের। ২০১৪ সালে এনামুল হক বিজয়ের সঙ্গে সেই জুটি গড়েন তামিম।
আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। ইনিংসের ৩৩তম ওভারের পঞ্চম বলে উইলিয়ামসকে অফসাইডে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। ১১৪ বলে তাঁর শতরানের ইনিংসটি সাজানো ১৩ বাউন্ডারি দিয়ে। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
এরই মধ্যে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবালও। তিনিও সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে ছুটছিল বাংলাদেশ। কিন্তু এতেই বাগড়া বাধে বৃষ্টি। ৩৪তম ওভার চলার সময়ে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ম্যাচ।
বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৮২। লিটন ১০২ রানে অপরাজিত এবং তামিম অপরাজিত আছেন ৭৯ রানে।
ক্রীড়াঙ্গন ডেস্ক, ৬ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur