স্টাফ করেসপন্ডেন্ট :
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার চাঁদপুর প্রেসক্লাবে সকাল ১০টা থেকে দুুপুর ২টা পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দেন।
বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, নির্বাচন কমিশনার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক বিএম হান্নান ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে এমএ লতিফ (প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাবিত্রী রাণী ঘোষ ও একে আজাদ) নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে চৌধুরী ইয়াছিন ইকরাম (প্রতিদ্বন্দ্বী কেএম মাসুদ ও শেখ আল মামুন) নির্বাচিত হন।
সিনিয়র সহ-সভাপতি পদে মিজান লিটন, সহ-সভাপতি পদে জামাল আহম্মেদ আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে অভিজিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে তালহা জোবায়ের, অর্থ সম্পাদক পদে মাজহারুল ইসলাম অনিক, কার্যকরী সদস্য বাদল মজুমদার ও কেএম সালাউদ্দিন আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়েছে।
সোমবার, ১৫ জুন ২০১৫ ০৬:২৩ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur