Home / উপজেলা সংবাদ / চাঁদপুর হাইমচরে মেঘনার গর্ভে বিলীন হচ্ছে চরাঞ্চল
River1
বাংলাদেশে নদী ভাঙ্গন

চাঁদপুর হাইমচরে মেঘনার গর্ভে বিলীন হচ্ছে চরাঞ্চল

চাঁদপুর টাইমস, হাইমচর :

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ঈশানবালায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে চলা নদী ভাঙ্গনে চরের প্রায় ২০টি বাড়ি-ঘর, ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ঈশানবালা বাজারে নদীভাঙ্গন চলছে।

হাইমচরের উপজেলা চেয়ানম্যান নূর হোসেন পাটওয়ারী ভাঙ্গনের বিষয়ে জানান, ‘চরের প্রায় দেড় হাজার বর্গফুট এলাকায় ভাঙ্গন চলছে। চরের হাইমচর উপজেলা অংশে প্রায় ১৫ হাজার মানুষ বসবাস করে। এই চরটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের শরীয়তপুর অংশটিও নদীগর্ভে বিলীন হবার সম্ভাবনা রয়েছে।’

সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য এলাকাটি পরিদর্শন করে ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে পাউবো ৬০ কোটি টাকার একটি প্রকল্পও দাখিল করেছে। তবে তাৎক্ষণিক ভাঙ্গণ মোকাবেলায় কোনো ব্যবস্থা গ্রহণ না করায় চরবাসীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তাদের অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছে।

চাঁদপুর টাইমস/এএস/ডিএইচ/এমআরআর/২০১৫

সোমবার, ১৫ জুন ২০১৫     ০৬:১২ অপরাহ্ন

 

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না