আশিক বিন রহিম :
চাঁদপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ কেটলি সোহেল (৩৩)কে আটক করা হয়েছে।
মডেল থানার সহকারী উপ পরিদর্শক আহসানুজ্জামান লাবু গোপন সংবাদে খবর পেয়ে রোববার বিকাল ৬টায় শহরের ছায়াবানী মোড় এলাকার একটি দোকানের সামনে আঃ আজিজের ছেলে সোহেল প্রকাশ কেটলি সোহেল ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান নিয়েছে, এমন সংবাদের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।
এ সময় ১শত ৭০ পিছ ইয়াবা টেবলেটসহ কেটলি সোহেলকে হাতে নাতে আটক করা হয়।
ইতোপূর্বে কেটলি সোহেলকে আরো একটি বড় ইয়াবার চালানসহ আটক করা হয়েছিল।
কেটলি সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রোববার, ১৪ জুন ২০১৫ ১১:০৭ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur