আন্তর্জাতিক ডেস্ক :
ওসামা বিন লাদেনের পরিবারকেও হার মানালেন ব্রিটেনের র্যাডফোর্ড দম্পতি। লাদেনের পাঁচ স্ত্রী মিলে ২৩টি সন্তান জন্ম দিলেও ব্রিটেনের সিউ ও নোয়েল র্যাডফোর্ড দম্পতির এ পর্যন্ত জন্ম দিয়েছেন ১৮টি সন্তান। ব্রিটেনের সবচেয়ে বড় পরিবারের খাতায়ও নাম লিখিয়েছেন তারা।
নতুন অতিথির আগমনে ব্রিটেনের ওই পরিবারটিতে বইছে খুশির আমেজ। গত বুধবার সিউ র্যাডফোর্ড জন্ম দেন এক কন্যা সন্তানের। আর খবরটি সোমবার জানায় ব্রিটেনের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মেইল। তাদের পারিবারিক ওয়েবসাইটে নবজাত কন্যা সন্তান হ্যালি আলফিয়ানের ছবি পোস্ট করেন। তবে তারা সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিতে চান না ১৮তম সন্তানের জন্য।
১৮তম সন্তান প্রসব করার সময় সিউ র্যাডফোর্ড চিন্তায় ছিলেন। কারণ গত বছর তাদের ১৭তম সন্তান গর্ভাবস্থাতেই হারান। ভালোভাবে হ্যালির জন্ম হওয়ায় পরিবারে খুশির আমেজ। নতুন অতিথিকে সব সময় ঘিরে রয়েছে তাদের ১৬ ভাই-বোন।
সিউ ১৪ বছর বয়সে প্রথম মা হন। তার প্রথম সন্তান ক্রিসের বয়স এখন ২৬। ক্রিসের পরে রয়েছে সোফি ২১, চোল ১৯, জ্যাক ১৭, ড্যানিয়েল ১৫, লিউক ১৪, মিলি ১৩, কেটি ১২, জেমস ১১, এলি ৯, অ্যামি ৮, জোস ৭, ম্যাক্স ৬, তিলি ৪, অস্কার ৩ এবং দুই বছরে ক্যাসপার।
তবে বিশাল এই পরিবারের ভোরণপোষেণের কোনো সমস্যা হয় না তাদের। ল্যাঙ্কাশায়ারে রয়েছে তাদের বড় বেকারি কারখানা। স্বাচ্ছন্দ্যে তাদের সংসার চলে। র্যাডফোর্ড দম্পতি জানিয়েছেন, তারা এখনো কোনো সরকারি সুবিধা নেননি সন্তানদের জন্য।
কিন্তু ভবিষ্যতে কী আসতে চলেছে ১৯তম সন্তান। সেই প্রসঙ্গে এক গাল হেসে দিয়ে সিউ জানান, ‘আমরা প্রকৃতির ওপর ছেড়ে দিয়েছি। যতদিন আমাদের সন্তান সৌভাগ্য থাকবে, আমরা গ্রহণ করব।’
এখন দেখার বিষয় কোথায় ঠেকে র্যাডফোর্ড দম্পতির পরিবারের সদস্য সংখ্যা। এ নিয়ে ওই দম্পতি বেশ খুশিতে আছেন। বিশাল পরিবারের সদস্য হওয়ায় ওই দম্পতির সন্তানেরাও বেশ খুশি।
রোববার, ১৪ জুন ২০১৫ ০৮:৫০ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।