চাঁদপুর মতলব দক্ষিণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
আটক যুবক উপজেলার পশ্চিম আশ্বিনপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রাব্বি। সে আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শিশু শিক্ষার্থী পশ্চিম আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, সোমবার সকাল ১১টায় বিদ্যালয় থেকে নাস্তা খেতে বাড়িতে যায় ওই শিশু। বাড়ি থেকে পুনরায় বিদ্যালয়ে যাওয়ার পথে মতলব পেন্নাই সড়ক সংলগ্ন একটি ঝোপ-ঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে রাব্বি। পরে ওই শিশু শিক্ষার্থী ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে রাব্বিকে আটক করে। পরে স্থানীয় এলাকাবাসী রাব্বিকে পুলিশের নিকট সোর্পদ করে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur