নিজের ফেসবুক পোষ্টে ভক্তের করা এক কমেন্টের প্রেক্ষিতে বেজায় চটেছেন ‘ফখরি’ সিনেমা খ্যাত তেলেগু নায়িকা ভিশাখা সিং। নিজের ফেসবুক একাউন্টে একটি ছবিতে অশ্লীল মন্তব্য করায় এক ভক্তকে ‘প্রত্যেক নারীরই স্তন থাকে’ বলে জবাব দিলেন ভিশাখা।
জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি শেয়ার করেন ভিশাখা। সেই ছবিতে আরো অনেক ভক্তের কমেন্টের সাথে মুস্তাকিম সাইফি নামে এ ব্যক্তি ভিশাখাকে ইঙ্গিত করে অশ্লীল কমেন্ট করেন।
আর তাতে একদম দাত ভাঙ্গা জবাব দিয়েছেন এই অভিনেত্রী। প্রতিউত্তরে তিনি লিখেন, ‘আমি জানি আমি নারী। এবং আপনার সাধারণ জ্ঞানের জন্য বলছি প্রত্যেক নারীরই স্তন থাকে। আপনার মা, স্ত্রী, বোন ও অন্যান্য আত্মীয় স্বজন সকলেরই আছে। তাদেরটা দেখে নিশ্চয়ই এমন অশ্লীল ইঙ্গিত করেন না।’ উল্লেখ্য, পরে ভিশাখা নিজের ছবিটি ওয়াল থেকে সরিয়ে নেন। –
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur