Home / শিক্ষাঙ্গন / ফাজিল পরীক্ষা শুরু রোববার
ফাজিল পরীক্ষা শুরু রোববার

ফাজিল পরীক্ষা শুরু রোববার

ইবি করেসপন্ডেন্ট :

দেশব্যাপী শুরু হয়েছে ১ম ও ২য় বর্ষ ফাজিল (ডিগ্রি) পরীক্ষা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে রোববার সকাল ১০টায় একযোগে ২৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শাখা কর্মকর্তা কামরুজ্জামান।

তিনি জানান, এ বছর পরীক্ষায় প্রথম বর্ষে ৪৫ হাজার ৬৮৭ জন, দ্বিতীয় বর্ষে ৪৩ হাজার ৩০৫ জন, তৃতীয় বর্ষে ৩২ হাজার ৫৯৭ জনসহ মোট ১ লাখ ২১ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

রোববার ফাজিল প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ জুন দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। ১৯ আগষ্ট পর্যন্ত এ পরীক্ষা চলবে।

শনিবার, ১৪ জুন ২০১৫ ০১:১২ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না