বোনের মৃত্যুর পর অন্য মহিলাকে বোন সাজিয়ে জাল দলিল করে জমি লিখে নেয়ার অপরাধে হাবিব উল্যা হাবু এবং দলিল লেখক ৯নং গোবিন্দপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি মঙ্গলবার চাঁদপুর আদালতে হাজির হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।
আর্জিতে জানা যায়, মামলার বাদী রুবেল ইসলাম (৩০) ফরিদগঞ্জের ৯নং গোবিন্দপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত আব্বাছ আলী সিকদারের মেয়ে, মৃত জাহানারা বেগমের সন্তান। বিবাদী হাবিব উল্যা মৃত জাহানারা বেগম এর ভাই। জাহানারা বেগম ১৯৯৭ সালের ০৭ সেপ্টেম্বর রাজশাহী ইসলামী ব্যাঙ্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সে মর্মে ফরিদগঞ্জ পৌরসভার তৎকালীন পৌর প্রশাসক একটি প্রত্যয়ন পত্র দেন। বাদীর মামা হাবিব উল্যা, বোনের মৃত্যুর ৫মাস ১২ দিন পর অন্য কোন মহিলাকে জাহানারা বেগম (বোন) সাজিয়ে ২০শতাংশ সম্পত্তির একটি দানপত্র সৃজন করে। যাহার নং ১৩৯৫।
বিষয়টি আদালতে গড়ালে দলিলটি মিথ্যা এবং জাল প্রমানিত হলে চাঁদপুরের জুডিশিয়াল মেজিষ্ট্রেট জাল দলিল সৃষ্টির অভিযোগে বিবাদী হাবিব উল্যা এবং দলিল লেখক মোনায়েম খাঁকে জেল হাজতে প্রেরণ করে।
প্রতিবেদক : শিমুল হাছান, ১২ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur