চাঁদপুরের ফরিদগঞ্জে সাজাও অর্থদণ্ডপ্রাপ্ত পালাতক ১ আসামীকে আটক করেছে থানা পুলিশ।
৮ ফেব্রুয়ারী (শুক্রবার) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব এর নির্দেশে, এস আই জাকারিয়া এ.এস.আই রবিউল হোসেন, গোলাম রসূল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে, সি আর ২৮০/১১ এর ২ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামি মো. মহিউদ্দিন খানকে আটক করেছে পুলিশ।
আটককৃত মহিউদ্দিন খান পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের রামদাসের বাগ গ্রামের মো.ইউনুস খানের ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সাজা ও অর্থদণ্ড আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক : শিমুল হাছান, ৭ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur