চাঁদপুরে শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। ২১ জানুয়ারি মঙ্গলবার শহরের ওয়ারলেস বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ওয়ারলেস বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাল, গম, আদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের মোড়কে সংরক্ষণ করা এবং পাটজাত মোড়কে সংরক্ষণ না করার দায়ে পণ্যে পাটজাত মোড়কের অত্যাবশ্যকীয় ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা অপরাধে একই আইনের ১৪ ধারায় ব্যবসায়ী সোহেল (৩২) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে ওয়ারলেছ বাজারে গ্রামবাংলা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. আল আমিন (৪৪) কে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সংরক্ষণ করার অপরাধে ১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন পাট অধিদপ্তরের চীফ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম , পেশকার মো. জহিরুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২১ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur