চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গাছের ডালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপলু সওদাগর (২২) নামের এক যুবক মারা গেছেন। ২০ জানুয়ারি সোমবার দুপুর দেড়টায় উপজেলার চরমুকুন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিপলু সওদাগর গ্রামের খোকন সওদাগরের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে বিপলু তাঁর বাড়ির পাশে একটি বড় গাছের ডালা কাটতে গেলে আচমকা ওই ডালায় পেঁচানো পল্লী বিদ্যুতের তারে তাঁর শরীর জড়িয়ে যায়।
এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। তাঁর চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন সেখানে এগিয়ে আসেন এবং গুরুতর আহত অবস্থায় তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, ওই যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। +
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ২০ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur