ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে আসা ট্রেনটিই লাইনচ্যুত হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। উদ্ধার করতে আসা ট্রেন নিজেই লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্য হাস্যরস তৈরি করে।
১৭ জানুয়ারি শুক্রবার জেলার গৌরীপুরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে আসা হাইড্রোলিক টুল ভ্যানের ইঞ্জিন রেলস্টেশনে লাইনচ্যুত হয়ে যায়।
গৌরীপুর স্টেশন মাস্টার আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ জন্য কোন রুটে রেল যোগাযোগ বন্ধ হবে না বলে তিনি জানান।
জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করতে ময়মনসিংহ লোকসেট থেকে উদ্ধারকারী ট্রেন হাইড্রোলিক টুল ভ্যান আসে। দীর্ঘ চেষ্টার পর রাত ১১ টার দিকে দুর্ঘটনাকবলিত রেলটির বগি ঠিক করা হয়। এ সময় উদ্ধারকারী ট্রেন হাইড্রোলিক টুল ভ্যান ইঞ্জিন স্টেশনের আরেকটি লাইনে লাইনচ্যুত হয়।
স্টেশন মাস্টার আব্দুর রশিদ জানান, মালবাহী ট্রেনটি গৌরীপুর স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ময়মনসিংহের সঙ্গে ভৈরব ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিজয় এক্সপ্রেস, ভৈরব লোকালসহ অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
বার্তা কক্ষ, ১৮ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur