তরপুরচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে ১৭ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রধানীয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা জি এম মজিবুর রহমান। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- আমদের ফাউন্ডেশন ধর্ম-বর্ন নির্বিশেষে সবার জন্য নিজেদের ক্ষুদ্র সামর্থ দিয়ে মানুষের বিপদে আপদে এগিয়ে আসার চেষ্টা করে ।
তিনি সমাজের বিত্তবানদেরকে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য যথাক্রমে কামাল সরদার, রাজু গাজী, ইমরান খান, সুলতান/রনি সরদার, হাফেজ মাওলানা জাকির, দিদার গাজী, শাহাদাৎ বকাউলসহ অনেকে।
পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন গাজী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তরুণ সমাজসেবক সজিব বন্দুকশী।
প্রেস বিজ্ঞপ্তি, ১৭ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur