চাঁদপুর শাহরাস্তিতে গরুসহ ৩ চোরকে আটক করেছে থানা পুলিশ সোমবার একটি গরুর বাচুর সহ তিন গরু চোরকে আটক করা হয় । পুলিশ জানায়, শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের মৃতঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শাহজাহানের ১৮ ডিসেম্বর গরু চুরি হয়েছে। গরু চুরির পর সে বহু খোঁজা খুঁজি করে পায়নি।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামের মৃত শহিদ উল্লার ছেলে শামিমকে শাহরাস্তির উয়ারুক রেল স্টেশন আটক করে থানায় খবর দিলে। এ এস আই সৈকত, শামিমকে নিয়ে তার বাড়িতে গিয়ে চোরাই কৃত বাচুর উদ্ধার করে। যার মুল্য ১৬ হাজার টাকা।
এ সময় শামীমের তথ্য মতে বড়ুরা উপজেলা পিপলকরা গ্রামের আমান উল্যাহর ছেলে ইব্রাহিম, আবদুল গফুরের ছেলে আমির হোসেনকে আটক করে পুলিশ। তারা সবাই গরু চুরির সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপরে শাহরাস্তি থানায় একিটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur