নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। বেশ কিছু গান গেয়ে ইতিমধ্যে তিনি শ্রোতাদের মন জয় করেছেন। তার নিজের সলো অ্যালবামের গানগুলোও সমান জনপ্রিয়।
কিছুদিন আগে একটি ভিডিওচিত্র নির্মান কালে অনুষ্ঠান উপস্থাপক পড়শির সাথে বেশ অশ্লীলতার পরিচয় দিয়েছেন। তবে তা ছিল নিছকই সাজানো ঘটনা। পড়শীকে বোকা বানাতেই অশ্লীল প্রশ্ন করে সেলিব্রেটিকে ক্ষেপানোর মাধ্যমে মজা নিচ্ছিলেন আয়োজকরা।
তবে এবার কোন আপত্তিকর ভিডিও দিয়ে নয়; নিজের সর্বশেষ মিউজিক ভিডিওটি ইউটিউবে আপ করার পর হাজারো দর্শক হুমড়ি থেয়ে পড়েছেন।
সোহেল আরমানের লেখা হৃদয়ে আমার শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটি পড়শী-৩ এ্যালবামে থাকছে।
…..
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur