চাঁদপুরের ৮ উপজেলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০১৯-২০ অর্থ বছররে নভেম্বর পর্যন্ত ২৭ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকা কৃষিঋণ ও দারিদ্র বিমোচন বিতরণ করেছে বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে জানা গেছে । যার বিতরণের হার বরাদ্দের ৩৯ % । এর মধ্যে রাষ্ট্রয়ত্ত ব্যাংক সমুহে ১৮ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকা এবং বেসরকারি ২৩টি ব্যাংক ৯ কোটি ১ লাখ ৭৫ হাজার টাকা ।
ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিডেট এর প্রিন্সিপ্যাল অফিস চাঁদপুর ও সদস্য সচিব জেলা কৃষি ঋণ কমিটি‘র এক রির্পোটে এ তথ্যে জানা গেছে ।
সংশিষ্ট ব্যাংকের আঞ্চলিক র্কাযালয়ের সূত্র মতে, সোনালী ব্যাংকের ২০ টি শাখার মাধ্যমে নভেম্বর পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার টাকা, অগ্রণী ব্যাংকরে ২০ টি শাখার মাধ্যমে ৫ কোটি ৯১ লাখ ৪ হাজার, জনতা ব্যাংকরে ১৫ টি শাখার মাধ্যমে ১ কোটি ৩২ লাখ ৭১ হাজার টাকা, বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮ টি শাখার মাধ্যমে ৪৮ কোটি ২৯ লাখ টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছে। যার গড় হার ২৬ % । ঋণগ্রহীতার সংখ্যা ৯৯ হাজার ৩ শ ৯৩ জন ।
কর্মসংস্থান ব্যাংকরে ৪ টি শাখার মাধ্যমে ৫ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ২১ লাখ ১০ হাজার টাকা ও বিআরডিবি ১৪ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেছে । চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় ও জেলা সদরে অবস্থিত ২৩টি বেসরকারি ব্যাংক শাখাগুলো নভেম্বর পর্যন্ত ৯ কোটি ১ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করে । যার গড় হার ১৩% ।
ওই সব ব্যাংকে ২০১৯-২০ র্অথবছরে বরাদ্দ ২৪৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার টাকা ।
এদিকে চাঁদপুরের ৮ উপজেলায় রাষ্ট্রায়ত্ত ঔ ব্যাংকশাখাগুলো ২০১৯-২০ র্অথবছরে নভেম্বর পর্যণ্ত পুরানো ঋণসহ আদায় করেছে ৬২ কোটি ৭৮ লাখ ২৮ হাজার টাকা এবং বেসরকারি ব্যাংকগুলো করেছে ৬ কোটি ৬০ লাখ টাকা ।
এছাড়া ৩৮৩ কোটি ৫২ লাখ ৮৫ হাজার টাকা বকয়ো হিসেবে জেলার কৃষি, দারিদ্র বিমোচন ও অন্যান্য খাতে পড়ে আছে। ব্যাংকগুলোতে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ৭৪ কোটি ৮১ লাখ ৭১ হাজার টাকা।
অগ্রণী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তা জানান, ‘ বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’
আবদুল গনি, ১২ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur