চাঁদপুরে মাদক মামলার ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক যুবক শাহ আলম (২৮) কে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় এএসআই মোঃ আব্দুল হাসেম অভিযান চালিয়ে আসামীর নিজ বসতঘর থেকে আটক করে।
আসামী শাহ আলম যমুনা রোডের মৃত আবুল কালাম গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর থানা মামলা নং ২. ৪/৭/১৭। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন ২০০৪ এর ১৯ এর (১) টেবিল ৯ এর খ জিআর ০৯/১৭ মামলায় আদালত শাহ আলমের বিরুদ্ধে ২ বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন।
দীর্ঘদিন যাবত সে পলাতক ছিলো।
স্থানীয়রা জানায়, শাহ আলম যমুনা রোড ও আশপাশের বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করত। এর আগেও কয়েকবার পুলিশ তাকে মাদকসহ আটক করে। এসআই মোঃ আব্দুল হাশেম জানায়, আটক আসামীকে সকাল ১১টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ৯ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur