Home / সারাদেশ / কোনো কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি রাখা যাবে না : হাইকোর্ট
মোবাইল ফোনে মামলা পরিচালনার কথা চিন্তা করছে হাইকোর্ট
ছবি : হাইকোর্ট

কোনো কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি রাখা যাবে না : হাইকোর্ট

কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি করে রাখা যাবে না। যারা এর চেয়ে বেশি সময় ধরে ওএসডি রয়েছেন তাদের যে পদে থাকা অবস্থায় ওএসডি করা হয়েছে, সে পদে ফেরত নিতে হবে।

এসংক্রান্ত এক রিটের ওপর জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।

হাইকোর্ট তার রায়ে জনপ্রশাসন সচিবকে একজন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। যে কমিটি ১৫০ দিনের চেয়ে বেশি সময় ওএসডি রয়েছেন তাদের ক্ষেত্রে পুনর্বহালসহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া আদালত আজকের রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এসংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আরো পড়ুন- আলোচিত সেই ইউএনওর ওএসডি বাতিল

বার্তা কক্ষ, ৯ জানুয়ারি ২০২০