মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে শনিবার ৪ জানুয়ারি। সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মতলবগঞ্জ জে,বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩টি কক্ষের ৬টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রত্যেকটি বুথে ২টি করে সিসি ক্যামেরা এবং আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার (ভূমি) শিরিনা শারমিন ও থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। ঔ নির্বাচনে ১ হাজার ১শ৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব কাজী মো.নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো.ফয়সাল সরকার ।
মাহফুজ মল্লিক, ৫ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur