বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে চার শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। এ সময় বাল্কহেডের মাস্টারসহ দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি ভোরে কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও বুড়িগঙ্গা নদীর এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবে যাওয়ার বাল্কহেডসহ ৪ জনের মরহেদ উদ্ধার করেন।
নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), ফিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) ও বরিশালের বানাড়ীপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।
বাল্কহেডের মাস্টার আমির হোসেনসহ দুজন আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত বাল্কহেডের মাস্টারের বরাতে ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বুড়িগঙ্গা নদীতে একটি বাল্কহেড নোঙর করে রাখে। এ সময় তারা বাল্কহেড পরিষ্কার করে। পরিষ্কার করার সময় হয়তোবা কোনো স্থানে ছিদ্র হয়ে গেছে তারা বুঝতে পারেন নি। পরিষ্কার করে সবাই যখন ঘুমিয়ে পড়ে । তখন বাল্কহেডের ভেতর পানি প্রবেশ করে ডুবে যায়। এ সময় বাল্কহেডের মধ্যে থাকা ৬ জনের মধ্যে ৪ জনই মারা যান।
পাগলা নৌপুলিশ নিহতদের লাশ কেরানীগঞ্জ থানায় নিয়ে গেছে বলে জানান তিনি। সেখানেই স্বজনরা এলে লাশগুলো তাদের কাছে হস্তন্তর করা হবে বলে জানা গেছে।
বার্তা কক্ষ, ৩ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur