চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার ও যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম গুরুতর অসুস্থ হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। এর আগে বুধবার তিনি অসুস্থতাবোধ করলে পরিবারের সদস্যরা তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মীর মুন্তাকিম হায়দার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন। পরবর্তীতে তাকে ঢাকা রেফার করা হয়।
বৃহস্পতিবার তাঁকে ঢাকা নিয়ে যাওয়া হয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের সুস্থতা কামনা করে চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা এবং চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, ২ জানুয়ারি ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur