বছরের প্রথম দিনেই কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রাণ গেলো দুজনের। সকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত ও চালকসহ ২ জন আহত হয়।
বুধবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালি জেলার কবিরহাট এলাকার সাইফুল ইসলাম ও তার স্ত্রী রুমি আক্তার।
হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাস ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাওয়ার পথে একটি প্রাইভেটকার সুজাতপুরে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারায়।
এসময় প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে প্রবাস ফেরত হুমায়ুন কবির ও তার বোন, বোনের স্বামী এবং চালক আহত হয়। হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নেয়ার পর বোন ও তার স্বামী মারা যায়। তারা হুমায়ুন কবিরকে এয়ারপোর্ট থেকে তাদের বাড়ি নোয়াখালীর কবিরহাটে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন।
আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur