‘দেশদ্রোহী’ মামলায় এবার পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের বিশেষ আদালত। খবর পাক গণমাধ্যমের।
আজ মঙ্গলবার পাকিস্তানের বিশেষ আদালত এ রায় দেয়। পেশওয়ার হাই কোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শাহ’র নেতৃত্বাধীন সিন্ধ হাইকোর্টের বিচার পতি নাজার আকবার এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম এর বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৩ সালে পাকিস্তান মুসলিম লীগ ক্ষমতায় আসলে মোশাররফের বিরুদ্ধে এই ‘উচ্চ দেশদ্রোহী’ মামলা করা হয় এবং ২০১৪ সালের ৩১ মার্চ তাকে এই মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে তালিকাভূক্ত করা হয়।
বার্তা কক্ষ, ১৭ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur