Home / আন্তর্জাতিক / মোদির বিরুদ্ধে সমালোচনার ঝড়
modi-nari_2

মোদির বিরুদ্ধে সমালোচনার ঝড়

সোমবার ০৮ জুন ২০১৫ :  ১১:৩৩ অপরাহ্ন

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করে টুইটারে তোপের মুখে পড়েছেন ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানের বক্তৃতায় মোদী বলেন, ‘নারী হওয়া সত্ত্বেও’ শেখ হাসিনা জঙ্গি দমনে ‘জিরো টলারেন্স’ দেখানোর কথা বলেছেন।

মোদীর বক্তব্যে ‘নারী হয়েও’ শব্দটির ব্যবহারকে লিঙ্গবৈষম্যমূলক শব্দ বলে ঝড় ওঠে টুইটারে। বিভিন্ন মানুষ তার এ বক্তব্যের সমালোচনা করে ডিসপাইটবিংএ ওমেন হ্যশট্যগ করে মন্তব্য করতে থাকে।

মিহির শর্মা নামের এক ব্যক্তি টুইট করেছেন, একজন প্রধানমন্ত্রী এমন কথা বলেছেন, বিশ্বাস করতে কষ্ট হয়।

আমেনা নামের এক নারী টুইট করেছেন, আপনি কীভাবে বলেন বা চিন্তা করেন, ‘নারী হওয়া সত্ত্বেও’ যখন উন্নত বিশ্বের অনেক আগেই আপনার দেশে একজন নারী প্রধানমন্ত্রী ছিল। লজ্জাজনক।

সোমা মোহাপাত্র নামের এক নারী টুইট করেন, ‘নারী হওয়া সত্ত্বেও’ প্রধানমন্ত্রীর এমন কথায় বিস্মিত হওয়ার কী আছে? এটি কি দেশের অধিকাংশ মানুষের মতামত প্রতিফলন করে না?

করণ থাপাড় গত এপ্রিলে করা মোদীর আরেকটি মন্তব্য টুইট করেছেন৷ সেসময় মোদী বলেছিলেন, ‘‘যদি মেয়েরা পণ্য বিক্রি করে তাহলে বিক্রি বাড়বে৷”

তবে এখনও এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Modi twitter