Monday, 08 June, 2015 6:18:58 PM
চাঁদপুর টাইমস, সিলেট:
সিলেটে ব্লগার অনন্তবিজয় দাশ হত্যা মামলায় ইদ্রিস আলী নামে স্থানীয় সবুজ সিলেট পত্রিকার এক ফটোসাংবাদিককে গ্রেফতার করেছে সিআইডি। সিলেটের ফতেহনগর এলাকার নিজ বাসা থেকে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির এডিশনাল আইজিপি শেখ হেমায়েত হোসেন দ্য রিপোর্টকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ইদ্রিস আলীকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা জোনের পরিদর্শক আরমান আলী সোমবার বিকেলে ইদ্রিসকে সিলেটের মহানগর হাকিম আমলি আদালত-২ এ হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক ফারহানা ইয়াসমিন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা করা হয়। ওইদিনই নিহতের বড়ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাতনামা চার জনকে আসামি করে সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা করেন।
পরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur