চাঁদপুর টাইমসের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক মেঘনা বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক আনোয়ারুল হকের বাবা অ্যাড. শামছুল হকের কুলখানি সম্পন্ন হয়েছে।
৫ ডিসেম্বর বাদ জোহার মরহুমের জন্মস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক মহলসহ এলকাার অনেক মুসল্লি অংশ নেয়।
এর আগে ১ ডিসেম্বর রোববার দুপুর ২ টার দিকে তিনি তার চেম্বার থেকে বাসায় ফেরার পর অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকের শহরের বেলভিউ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন।
অ্যাড. শামছুল হক চাঁদপুর জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন।
বার্তা কক্ষ, ৫ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur