Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান
eit-bhata-sahrasit

শাহরাস্তিতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান

৫ ডিসেম্বর বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় অবৈধ তিন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় তিন ইটভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে উপজেলার নোয়াগাঁও মেসার্স একতা ব্রিকসকে ২০ হাজার টাকা, পাথৈর খিলাবাজারের মেসার্স এস, এম, এস ব্রিকস ২০ হাজার টাকা। সুচিপাড়া মেসার্স মান্নান ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহরাস্তি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শিরীন আক্তার-এর নের্তৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর এর উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ ও পরিদর্শক জনাব উত্তম কুমার-এর উপস্থিতিতে শাহরাস্তিতে নিন্মোক্ত ইটভাটাসমূহের বিরুদ্ধে মোবাইল কোর্র্ট পরিচালিত হয়:

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক জনাব এ,এইচ,এম, রাসেদ, পরিদর্শক জনাব উত্তম কুমারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি, ৫ ডিসেম্বর ২০১৯