চাঁদপুর কচুয়ায় শুয়ারুল গ্রামে শত্রুতার জের ধরে এক বাড়ীতে হামলা, ভাংচুর, মারধর ও স্বর্ণলংকার লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে শুয়ারুল গ্রামের মোল্লা বাড়ীতে এ মামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শুয়ারুল গ্রামের পতিপক্ষ আঃ ছাত্তার গংরা শুক্রবার সকালে সফিকুল ইসলাম মোল্লা ও তার দু’ভাইয়ের মালিকীয় ও দখলীয় জায়গার কিছু অংশ পাবে কাল্পনিক দাবী করে জোর পূর্বক দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে নজরুল ইসলাম ও ডালিমের নেতৃত্বে ৮/১০জন লোকজন উত্তেজিত হয়ে সালমা বেগম, আবু মুছা মোল্লাকে তারা বেদম মারধর করে এবং হামলাকারীরা সালমা বেগমকে শ্লীলতাহানীর চেষ্টা ও তার গলায় ও কানে থাকা চেইন ও কানের দুল নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন।
পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে প্রতিপক্ষ আঃ ছাত্তার মিয়ার বক্তব্য জানতে মোবাইলে বার বার ফোন করেও তাকে পাওয়া যায় নি।
স্টাফ করেসপন্ডেট,৩০ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur