২৯ নভেম্বর শুক্রবার ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের মানববন্ধন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হবে। এ দিন বিকেল সাড়ে ৩ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উদ্বোধন হবে।
আমন্ত্রিত সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ।
চাঁদপুরের কৃতি সন্তানদের এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
সংগঠনটির এক প্রেস বার্তায় জাননো হয়েছে অনুষ্ঠানে সম্মানীত অতিথিগণ যারা থাকবেন তাঁরা সবাই চাঁদপুরের। এ তালিকায় রয়েছেন সংসদ সদস্য, দুজন বিচারপতি, বেশ কয়েকজন সচিব, সাংবাদিক, পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি, বে-সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীও রয়েছৈ।
আরো কয়েকজন থাকবেন যাঁদের চাঁদপুরে বাড়ি না হলেও কর্মসূত্রে চাঁদপুরে থেকে চাঁদপুরকে হৃদয়ে স্থান দিয়েছেন।
ইভেন্ট ম্যানেজমেন্ট এর দায়িত্ব পালন করছে ফেমাস ক্রিয়েশন (প্রাঃ) লিমিটেড। প্রতিষ্ঠানটির মালিক মোঃ ইউনুছ তিনি চাঁদপুরের স্থায়ী বাসিন্দা। সবগুলো ডিজাইন এবং প্রিন্টিং এর দায়িত্বপালন করেছে নিবরাস মাল্টিমিডিয়া লিমিটিডে। প্রতিষ্ঠানটির মালিক সাইফূল ভাই চাঁদপুরের মানুষ। অনুষ্ঠানের সবকাজ চাঁদপুরের সন্তানদের মালিকানাধীন প্রতিষ্ঠান দিয়ে করা হয়েছে। অনুষ্ঠানে যেসব শিল্পিরা গান গাইবেন বা নৃত্য পরিবেশন করবেন তারাও সবাই চাঁদপুরের সন্তান।
তাই এ অনুষ্ঠানে চাঁদপুরের কৃতিজনদের একটি মিলন মেলা বসবে।
প্রেস বিজ্ঞপ্তি, ২৮ নভেম্ব ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur