রোববার ০৭ জুন ২০১৫ : ১১:০২ অপরাহ্ন
চাঁদপুর টাইমস, শাহরাস্তি :
রোববার বিকেলে চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে জেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহরাস্তি উপজেলা মেহার এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার আধা ঘণ্টা পরে একই সড়কের হাজীগঞ্জ উপজেলা অংশের বাকিলা এলাকায় ঘটে অপর দুর্ঘটনা হয়। মেহের এলাকায় আহতদের প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, আহতদের মধ্যে ৩ জন নারী, ১ শিশু ও সিএনজি চালকসহ দুই যুবক রয়েছে।
তবে আহতদেরকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠিয়ে দেয়ার কারণে তাদের নাম জানা যায়নি।
অপরদিকে জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় একটি ট্রাক্টর অপর একটি পিক-আপভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে খালে ছিটকে পড়ে যায়।
হাজীগঞ্জ থানার এসআই শামীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।